বিচারপতির কাব্য - অভি গাঙ্গুলি
বিচারপতির কাব্য অভি গাঙ্গুলি মহামান্য! কথাটা এখন অতি সামান্য করে ফেলেছে ওরা। শুকনো ফুলের তোড়া দিয়ে শ্রাদ্ধে শ্রদ্ধা নিবেদন আর কী। কিন্তু মনে রেখো , আমাকে মহামান্য না মানলেও আমি মহামান্য মানি তাঁকে যিনি ছদ্মবেশে মুচকি হেসে সুখ মায়া ত্যাগ করে দেশের দশের জন্য অজানায় পাড়ি দেন। আমি মহামান্য মানি তাঁকে যিনি পায়ে হেঁটে কাশ্মীর থেকে কন্যাকুমারী দেখে বলেন মুচি মেথর ভারতবাসী আমার ভাই। সাইরেন , লালবাতি আর সোনার চেন ভর্তি ছাতি তোমাদের মালা মান্যতার জন্য মহামান্য হই নি কেউ এই ধরিত্রী ধন ধান্য মহামান্য তোমরা শুধু ফেউ।