প্রতিরোধে বীর ভারত-সন্তান - তমোঘ্ন নস্কর

প্রতিরোধে বীর ভারত - সন্তান তমোঘ্ন নস্কর বীর হামিরজি গোহিল পর্ব ২ : সোমনাথ মন্দিরের চিতা পূর্ব দিকের আকাশে তখন একটুখানি লাল ফোঁটা। ঝাপসা মায়াঘেরা অন্ধকার। স্নান সারলেন ওঁরা। বার বার মনে পড়ছে , স্ত্রী’র চাঁদপানা মুখখানি। আর হয়তো কোনওদিন দেখা হবে না ওই শ্রীমুখখানি। বার বার মনে পড়ছিল সেই স্বয়ংবরসভার কথা কিন্তু বেশি ভাবনা-চিন্তার অবকাশ হল না। মন্দিরের ঘণ্টা জানিয়ে দিল বাবা সোমনাথের ধ্যান ভঙ্গ হয়েছে। লিঙ্গাভিষেক সেরে উঠে দাঁড়ালেন আড়াইশোজন বীর , তাঁরা প্রতিজ্ঞাবদ্ধ। বাবা সোমনাথের কাছে মনে মনে প্রার্থনা করলেন , চোখের পাতা বন্ধ না-হওয়া অবধি তাঁরা যেন মন্দিরশীর্ষের গেরুয়া ধ্বজ উড়তে দেখে... আরব সাগরে তৈরি হওয়া ভীষণ ঝঞ্ঝার মতো আছড়ে পড়লেন সেই আড়াইশোজন। সম্মুখে পর্বতের ন্যায় বিশাল আলাউদ্দিন খিলজির বাহিনী। নেতৃত্বে স্বয়ং ভ্রাতা উলুঘ খান ও খান-ই-জাহান জাফর খান। এ যুদ্ধ জেতা অসম্ভব কিন্তু তবুও তাঁরা লড়লেন। যুদ্ধ শুরুর আগে হেসেছিলেন জাফর খান , এই ক’জনকে তো তাঁর হাতিরাই পায়ের তলায় পিষে ফেলতে পারে। কিন্তু জানতেন না , তাঁদের বক্ষ...