প্রতিরোধে বীর ভারত-সন্তান - তমোঘ্ন নস্কর

প্রতিরোধে বীর ভারত - সন্তান তমোঘ্ন নস্কর অষ্টাদশ পর্ব : সমুদ্রাধিপতি পশ্চিমের আকাশ তখনও ঘন নীলিমায় ঢাকা। সূর্য উঠতে তখনও ঢের দেরি। ভারী আকাশটার দিকে এক ঝলক তাকিয়ে মনে হয়, যেন মস্ত বড়ো কালচে-নীল চাদর গায়ে দিয়ে কেউ ঘুমোচ্ছে! জেলেরা নাও ঠেলা শুরু করে। তাদের দিন সূর্য ওঠার আগেই শুরু হয়। চকচকে রোদ যখন ওঠে, ততক্ষণে তাদের নৌকার খোল ভরে ওঠে রুপোলি শস্যে। আচমকাই শিঙার গম্ভীর ভারী ধ্বনিতে থমকে দাঁড়াল তারা! পূর্ব দিক থেকে সার সার কী যেন আসছে! আর সেই সঙ্গে ঘন ঘন শিঙাধ্বনি। তাদের আলোয় লাল হয়ে উঠছে পূর্ব দিকের আকাশ। সূর্যদেব স্বয়ং অভিবাদন জানাচ্ছেন তাদের। সেই সঙ্গে জলের ভীষণ আলোড়ন বলে দিচ্ছে, বল্লভ আসছে। *** হ্যাঁ, বল্লভ। রাজা অগ্গুকের সেই কিংবদন্তি রণতরী, যা আরব নৌবাহিনীকে চিরতরে স্তব্ধ করে দিয়েছিল। সেদিন পূর্ব দিগন্তে যে-রক্তিম আভা দেখা দিয়েছিল, তা কেবল নতুন দিনের নয়— এক দীর্ঘমেয়াদি সংঘর্ষের অগ্নি-পূর্বাভাস। ৭৫৬ খ্রিস্টাব্দ। স্থলপথ দিয়ে বারবার ভারতবর্ষের উপরে নেমে এসেছে খলিফার সেনাবাহিনী। কখনও ব্যর্থ হয...