প্রতিরোধে বীর ভারত-সন্তান - তমোঘ্ন নস্কর
প্রতিরোধে বীর ভারত - সন্তান তমোঘ্ন নস্কর পঞ্চদশ পর্ব : মরণপণ দেহ শিবা বর মোহে ইহাউ , শুভ করমন তে কভুঁ না ডারোঁ। না ডরোঁ অর সো যব জায়ে লড়োঁ , নিশ্চয় কর আপনী জিত করোঁ। অর শিখ হো আপনে হি মন হউ , এহ লালচ হউ গুণ তউ উচারোঁ। যব আ ব কী অউধ নিধান বনাই , অত হি রান মৈ তখন জূঝ মরোঁ। ( গুরু গোবিন্দ সিং, বাণী ২৩১) হে প্রভু , আমায় এই বর দাও— যেন কোনও শুভকর্ম থেকে কখনও বিরত না হই। শত্রুর সঙ্গে যুদ্ধে যেন ভয় না পাই। অটল বিশ্বাসে জয়ের পতাকা তুলি। শিষ্য হয়ে যেন সর্বদা তোমার গুণগান করি। আর যখন মৃত্যুর ক্ষণ আসবে , যেন যুদ্ধে লড়তে লড়তে অমর হই। ভোরবেলা থপথপে হয়ে কুয়াশা জমে আছে চারদিকের পাহাড়তলিতে। আর ঠিক সেই সময় আনন্দ সাহেবের পাহাড়টা থরথরিয়ে কেঁপে উঠল , সহস্র সৈন্যের ঘোড়ার পদভারে। কেল্লার উপর থেকে সৈন্যরা তাকিয়ে দেখল, এবারে আক্রমণকারী সৈন্যসংখ্যা আগের বারের চেয়ে অনেক বেশি। তাদের শিরস্ত্রাণে সদ্য-উত্থিত সূর্য চমকাচ্ছে। অজস্র কালো এবং সবুজ পতাকায় খেয়ে গেছে তাদের দুর্গের চতুর্পার্শ্ব। **...