অন্তরীপ: ৫-এ পঞ্চবাণ
সম্পাদকীয় ১৪২৬ শারদীয় সংখ্যার মাধ্যমে অন্তরীপের পথচলা শুরু হয়। দেখতে দেখতে পাঁচ বছর এসে গেল। আর কয়েক মাসের মধ্যেই অন্তরীপের ৫ম শারদীয় বাজারে এসে যাবে , অন্দরমহলে তার খড়-মাটির কাজ চলছে। পাঁচ বছর সময়কাল ঠিক স্মৃতিরোমন্থন করতে বসার মতো দীর্ঘ নয় , আবার একেবারে নবজাতও ঠিক বলা যায় না। আগামী ৩০ জুন , ২০২৩ এসে পড়লেই অন্তরীপের ৫ম বছরের যাত্রা শুরু হবে। এক-কথায় সামান্য এই রাস্তাটুকু পেরিয়ে আসাকে মাপতে গেলে বলবো— ' পরিবর্তনশীল ' । এই আনন্দের দিনের ইতিহাস পাছে ভুলে যাই , তাই লিখে রেখে দিলাম। অনেককাল পরে খাতাখানা খুলে দেখতে দেখতে এইসব আনন্দের কাহিনি মনে পড়বে। অন্তরীপ কী ? অন্তরীপ একটি পত্রিকার নাম। অন্তরীপ একটি প্রকাশনীরও নাম। কিন্তু পত্রিকা , গ্রন্থ ও প্রকাশনীর বাইরেও অন্তরীপ একটি আন্তরিক উদ্যোগ , একটি সযত্নলালিত স্বপ্নেরও নাম। এই স্বপ্নটি আমরা দেখেছি সব পাঠকের হয়ে , তাঁদের হাতে বিচিত্রবিপুল বিস্তারের উপভোগ্য কাহিনি এনে দেওয়ার প্রতিজ্ঞা নিয়ে। এই উদ্যোগটি আমরা নিয়েছি সমস্ত প্রতিভাবান ও প্রতিশ্রুতিমান লেখকের জন্য , তাঁদের লেখাকে পাঠকের দরবারে পৌঁছে দেব বলে। অন্তরীপ কেন