প্রতিরোধে বীর ভারত-সন্তান - তমোঘ্ন নস্কর

প্রতিরোধে বীর ভারত - সন্তান তমোঘ্ন নস্কর পর্ব ৫ : যদি হও সুজন চৈত্রের খর রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে রইলেন ক্ষত্রবধূ, তাঁর স্থির বিশ্বাস তাঁর স্বামী তাঁর সঙ্গে দেখা করবেন। তাঁর সঙ্গে দেখা করে তাঁর হাত ধরে নিয়ে যাবেন আপন গৃহে। একজন ক্ষত্রিয় কখনও আপন কথার বরখেলাপ করে না। এক প্রহর, দুই প্রহর, বেলা গড়িয়ে যায় অপেক্ষার প্রহর আর শেষ হয় না। অবশেষে ধুলোর ঝড় দেখা যায় পূর্ব দিকে, থর থর করে কাঁপছে মাটি! নিশ্চয়ই তার ঘোড়া সওয়ারের দল আসছে, তিনি আসছেন! অধীর আগ্রহে পালকিতে কান পেতে রইলেন নববধূ! ক্রমশ মন্দীভূত হয়ে আসে ঘোড়ার খুরের আওয়াজ। অনেক কণ্ঠ ভেসে আসছে, কিন্তু সে আওয়াজ... *** খান্ডেলা আর চাপোলির সেই সীমান্তে চিতা জ্বলল। হাহাকার করে উঠল সমবেত নরনারী। তারা কাতর অনুনয় করতে লাগল, মাটিতে পড়ে আকুলি বিকুলি করতে লাগল, যেন একটিবার তাদের কথা ওই নতুন বউ শোনে... মৃদু হেসে নতুন বউ পরম মমতায় আঁকড়ে ধরলেন তাঁর স্বামীর দেহখানি, ঠিক যেমন ফুলশয্যায় পরম আগ্রহে পরস্পর পরস্পরকে আঁকড়ে ধরে, ঠিক তেমনি আগ্রহ ফুটে উঠল তার মুখে। নিজের ঘোমট...