প্রতিরোধে বীর ভারত-সন্তান - তমোঘ্ন নস্কর

প্রতিরোধে বীর ভারত - সন্তান তমোঘ্ন নস্কর পর্ব ৬: মশালা রানি নোনা হাওয়ায় শ্বাস টানলেন তিনি। এই তো , এই বাতাস তাঁর মাতৃভূমির বাতাস। তিনি মনে মনে ঠিক জানতেন , এই বাতাস কখনও তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। ঠিক তা-ই হল। বাতাস পড়ে গিয়ে সম্পূর্ণ অন্য দিক থেকে বওয়া শুরু করল। ছোটো ছোটো ছিপ নৌকা থেকে ঝাঁকে ঝাঁকে তির এসে পড়তে লাগল। এতক্ষণ বাতাসের বিপরীত গতির জন্য তিরগুলি এসে পৌঁছোতে পারছিল না ৷ মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে উঠল পোর্তুগিজদের ভারী জাহাজগুলো। অঁও-অঁও , বাতাস কাঁপিয়ে ভেসে আসে শব্দ মারাক্কারের , সমুদ্রহস্তী মারাক্কার আসছে। কুনিয়ালি মারাক্কার ভারতবর্ষের নৌযুদ্ধের অন্যতম স্থপতি , আরব সাগরে ত্রাসস্বরূপ... তার মানে , স্বয়ং জামোরিন তাঁর ডাকে সাড়া দিয়েছেন। আর তাঁকে পায় কে ? দ্বিগুণ উৎসাহে ঝাঁপিয়ে পড়লেন রানি। সূর্য চুম্বন করল তাঁর তরবারির ডগা। ঝনঝনানি উঠল অসির... *** বৃষস্কন্ধ অজর মানুষটি নিজের কুঠারটি ছুড়ে দিলেন সমুদ্রের দিকে। সমুদ্রের মধ্যে ওই পর্বতে পৌঁছোতে হলে পথ গড়তে হবে যে... ছুড়ে দিলেন আপনার পরশ...