প্রতিরোধে বীর ভারত-সন্তান - তমোঘ্ন নস্কর

প্রতিরোধে বীর ভারত - সন্তান তমোঘ্ন নস্কর পর্ব ১১ : বীর হাম্বীর জঙ্গলের মাথার উপর চাঁদোয়ার মতো নেমে এসেছে মস্ত আকাশটা। টান টান নয় , ঈষৎ ঝোলা মেঘ জমেছে তাতে। গড় বি ষ্ণু পুরের মানুষের মনেও মেঘ জমেছে ; মেঘ মাত্রই ছোঁয়াচে … তারা সবাই আজ অপেক্ষা করছে মা মৃন্ময়ীর মন্দির - সম্মুখে। ঢিলপতন নীরবতা , ভিতর থেকে পুরোহিতের গুরুগম্ভীর গলার আওয়াজে গমগম করছে বিশাল চত্বর। গর্ভগৃহের বাইরে দাঁড়িয়ে থাকা শালপ্রাংশু ব্যূঢ়োরস্ক পরমবলশালী যুবকটিও ঠায় দাঁড়িয়ে। হাতে একটি বিশাল খড়্গ তুলে ধরে আছে আদেশের অপেক্ষায়। পুরোহিতের ইশারা মাত্রে খড়্গটি নেমে এল রজ্জুবন্ধ মহিষের ঘাড়ের উপর … জয়ধ্বনি উঠল , “ জয় মা মৃন্ময়ীর জয় … জয় মা মৃন্ময়ীর জয়। ” রুধিরাপ্লুত কলেবরে যুবরাজ এগিয়ে এলেন জনতার দিকে। তাদের চোখে তিনি ভয় লক্ষ করলেন। মায়ের জয়ধ্বনির মধ্যেও স্বতঃস্ফূর্ততা নেই। মু্হূর্তের মধ্যে কঠিন হয়ে গেল তাঁর চোয়াল। এটা কাটাতে হবে। যুদ্ধের আগেই মরে কাপুরুষেরা … বজ্রকঠিন কণ্ঠে মন্দির সোপানে দাঁড়িয়ে যুবরাজ বললেন , “ হে মল্ল রাজ্যের অধিবাসীগণ , আপনাদের ভয় অ...