প্রতিরোধে বীর ভারত-সন্তান - তমোঘ্ন নস্কর
প্রতিরোধে বীর ভারত - সন্তান তমোঘ্ন নস্কর সপ্তবিংশ পর্ব : রিভালবার রানি— প্রথম ভারতীয় মহিলা স্নাইপার ১৬ নভেম্বর, ১৮৫৭ দাঁতে দাঁত চেপে এগোচ্ছিল দলটা। আর আধা ক্রোশ পথ, তার পরেই ঝড়ের মতো আছড়ে পড়তে হবে। এর মধ্যে কোনও ঝামেলা না-হলেই ভালো। ওইখানে ওরা কতজন আছে, কে জানে? হঠাৎ ভাবনা-চিন্তা ছিন্ন করে দিল একটা ভারী আওয়াজ— ঘ্রুউম...! লুটিয়ে পড়ল, দলের পুরোভাগে থাকা পতাকা-বহনকারী সৈনিকটি। মাথায় শিরস্ত্রাণ, তাই গলা লক্ষ্য করেই চালানো হয়েছে গুলি। একেবারে এফোঁড়-ওফোঁড় করে দিয়ে গেছে মাস্কেট-বল। নিচু হয়ে তাকে টানতে যেতেই, আবার গুলি— ঘ্রুউম...! ছিটকে ফেলে দিল শিরস্ত্রাণ। আর সাহস করল না কেউ। অসহায়ভাবে দেখল, বাতাসের জন্য খাবি খেতে খেতে স্থির হয়ে গেল বন্ধুটি! তার খোলা চোখে তখনও যন্ত্রণামাখা বিস্ময়! ঠিক কতজন আছে ওদিকে! এটা কি এমবুশ? এগোনোর সাহস হচ্ছিল না কারওর, ঝোপের আড়ালে কাঠ হয়ে বসে রইল তারা। *** গাছপালা আর বুনো ঝোপে ঢাকা সানকেন লেন। আড়াল পেতে কোনও অসুবিধাই হয়নি কোম্পানির সৈন্যদের। সেখানে বসেই বুঝল, সিকান্দার বাগের ভিতর...